সর্বশেষঃ

ইট ভাটার মাটি চাপায় ঝড়ে গেল শিশু জিহাদের প্রাণ

চুয়াডাঙ্গার জীবননগরে ইট ভাটার মাটির স্তুপ ধ্বসে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ওই শিশুর নাম জিহাদ। জীবননগর উপজেলার বাঁকা আশতলা পাড়ার দিনমুজুর তরিকুল ইসলামের ছেলে সে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় শিশু জিহাদ ও তার বন্ধু আরিফিন মিলে পাশে এএনজেএম ইট ভাটায় খেলতে যায়। এ সময় ইট ভাটার মাটির স্তুপ ধ্বসে পড়লে আরিফিন প্রাণে বাঁচলেও মাটির স্তুপের নিজে পড়ে যায় জিহাদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে জিহাদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। তারা অভিযোগ করলে আইগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page