নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে মিলল গৃহবধূর লাশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে কহিনুর বেগম নামের ৪৩ বছর বয়সী এক গৃহবধূর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাক, কান ও গলায় আঘাতের চিহৃ থাকায় মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন পুলিশ।

রবিবার দুপুরে মধ্যবাগ্যা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত কহিনুর বেগম ওই গ্রামের মৃত আব্দুল মন্নানের স্ত্রী।

নিহতের মেয়ে সুরমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় খলিল উল্যা জামে মসজিদের ইমামের কাছে অজ্ঞাত কোন ব্যক্তির মোবাইল নাম্বার আনবে বলে ঘর থেকে বের হয়ে যায় কহিনুর। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমাম তাদের ঘরে এসে খাবার খেয়ে যান। ওইসময় ইমামকে তিনি তার মায়ের কথা জিজ্ঞেস করলে তার কাছে যায়নি বলে ইমাম জানান। পরে তিনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন।

সুরমা আরও জানান, সকালে পুকুরের কাছে গেলে ভাসমান অবস্থায় তার মায়ের লাশ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা এসে তার লাশ উদ্ধার করে থানায় খবর দেয়। তার মায়ের কানের ধূল ও ব্যবহৃত মোবাইল নিখোঁজ রয়েছে বলে জানান সুরমা।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছেনা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page