ভোলায় ক্রিকেট একাডেমীর প্রথম বর্ষপূর্তী পালিত

ভোলায় ক্রিকেট একাডেমীর ১ম বর্ষপূর্তী পালিত হয়েছে।

জাঁকজমক ভাবে শনিবার সকালে ভোলার গজনবী স্টেডিয়ামের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামের সামনে এসে শেষ হয়।
র‍্যালী শেষ করে সংক্ষিপ্ত এক আলোচনা সভা হয়ে বর্ষপূর্তীর কেক কাটেন অতিথিরা।
বর্ষপূর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব ফয়সাল, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোনতাসির আলম রবিন চৌধুরী , যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী, সদস্য কাজী বাবু, সাঈদ গোলদার, গিয়াসউদ্দিন ফারুক, আরিফ হোসেন লিটন, রাজিব হাসান তরুন, রেফারী বিপুল কুমার পালসহ সাবেক ক্রিকেটরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page