সর্বশেষঃ

নোয়াখালীতে চুরির অভিযোগে গাছে বেঁধে শিশুকে নির্যাতন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইলের রিচার্জ কার্ড চুরির অভিযোগে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলের দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার হওয়া মাদ্রাসাছাত্রের নাম নুর মোহাম্মদ সজিব (১২)। সে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর নবী মানিকের ছেলে।

নির্যাতনের শিকার শিশুর মা খুরশিদা বেগম শেফালী জানান, ‘দোকান থেকে ১২০ টাকার মোবাইল কার্ড চুরির অভিযোগে আমার শিশু সন্তানকে ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ চৌকিদার ও তার ছেলে ইসমাইল হোসেন মিলন মহিষের রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে আমি তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’

এ ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ চৌকিদার নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি জানান, ‘আমি সজিবকে মারধর করিনি। বাড়ির মহিলারা মারধর করে থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য ফজলু মেম্বার ও যুবলীগ নেতা মাহফুজ এই ঘটনা সমাধান করে দিয়েছে।’

এই বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।