সর্বশেষঃ

দাঁত বাঁকা হওয়ায় তিন তালাক দিলেন স্বামী!

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই তাকে নির্যাতন করতো

চলতি বছরের জুলাইয়ে মুসলমানদের ‘‘তিন তালাক’’ প্রথাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে একটি আইন অনুমোদন দেয় ভারতের পার্লামেন্ট। আইন ভাঙলে তিন বছর পর্যন্ত কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে। তবুও নানা অজুহাতে প্রায়ই দেশটিতে তিন তালাক প্রথার চর্চা হয়ে আসছে। সম্প্রতি হায়দ্রাবাদ রাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ নভেম্বর) ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্ত্রীর দাঁত “আঁকাবাঁকা” হওয়ায় তাকে তিন তালাক দিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। এ অভিযোগে হায়দ্রাবাদের পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে।

ওই নারীর অভিযোগ, চলতি বছরের ২৭ জুন অভিযুক্ত মুস্তাফার সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই তাকে নির্যাতন করতো।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারায় মুস্তাফার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কে চন্দ্র শেখর জানান, “বাঁকা দাঁতের কারণে তিন তালাক ও যৌতুকের দাবিতে নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি আমরা।”

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।