ভোলার বিভিন্ন দাবী নিয়ে চট্টগ্রামস্থ ভোলা জেলা ছাত্র ফেরামের সংবাদ সম্মেলন
ছোট ভাইয়ের লাশ নিয়ে ফেরার পথে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের লাশ নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন বড় ভাইও। দুই ভাইয়ের মধ্যে ছোটভাই মাহফুজুর রহমান জহির ছিলেন যুবদল নেতা। ঢাকায় তার ব্যবসা ছিল।
গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের পর বুকে ব্যথা উঠলে জহিরকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
ব্যথিত বড়ভাই গোলাম সরোয়ার (৫৫) ছোটভাইয়ের লাশ নিতে ঢাকায় আসেন। অ্যাম্বুলেন্সে করে নোয়াখালীর চাটখিলের গ্রামের বাড়িতে নিয়ে আসার পথে হঠাৎ তিনিও অসুস্থ হয়ে পড়েন।
মধ্যরাতে যাত্রাপথে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। মৃত দুই ভাই চাটখিল উপজেলার শাহপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।