সর্বশেষঃ

ভোলায় ২২ দিনের অভিযানে ৫৭২ জনের জেল-জরিমানা মামলা ৩৭৩

ভোলায় মা ইলিশ রক্ষার অভিযান-২০১৯ এর শেষ দিন পর্যন্ত ৫৭২ জনকে জেল-জরিমানা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মামলা হয়েছে ৩৭৩টি।

৯ই অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পৃথক অভিযান চালিয়ে ৫.৫৫১৫ মে.টন ইলিশ ও ১০.৫৪৬ মিটার জাল জব্দকৃত ইলিশ বিভিন্ন মাদ্রাসায় ও স্থানীয়দের মাঝে বিতরণ ও জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয় বলে মৎস্য অফিস সূত্রে জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, এবছর ২২ দিনের অভিযানে মোট ৫৭২ জন জেলেকে আটক করা হয়। যাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয় এবং পুরো জেলায় ৩৭৩ টি অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন অতীতের চেয়ে এই বছরের অভিযান সফল হয়েছে।

উল্লেখ্য ৩০ অক্টোবর মধ্য রাতে মা ইলিশ রক্ষার অভিযানের মেয়াদ শেষ হয় ৷

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।