দৌলতখানে ২২ দিনের অভিযানে ১৫ জেলের কারাদণ্ড “৪০ হাজার মিটার জাল জব্দ

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২২ দিনে ১৫ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে ১৫ জনকে।এছাড়া ৩০০ কেজি ইলিশ ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোলা সদর মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, ২০ দিনে দৌলতখান উপজেলার ৯ ইউনিয়নে ৬০ টি ভ্রাম্যমাণ আদালতে ১৫ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় । ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য দৌলতখান উপজেলার নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজেষ্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ এবং দৌলতখান থানার অফিসার ইন-চার্জ বজলার রহমানের নেতৃত্বে ও মৎস্য বিভাগ,সমন্বয়ে অভিযান পরিচালনা করে। ভোলা সদর মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান অভিযান চলাকালে নদীতে কারেন্ট জাল পেলে ইলিশ শিকার করার অপরাধে জেলেদের আটকের পাশাপাশি নৌকা ও মা ইলিশ জব্দ করা হয় । এ সময় নৌকা গুলো জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মা ইলিশ গরীব ও দুঃস্তদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান এই কর্মর্তা

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।