সর্বশেষঃ

ভোলায় ক্যাসিনো সম্রাটের সহযোগী জাকির আটক

ভোলায় দেশব্যাপী বহুল আলোচিত ক্যাসিনো খ্যাত যুবলীগ নেতা সম্রাটের সহযোগী জাকিরকে(৪৫) আটক করেছে র‍্যাব। এ সময় জাকিরের কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি বিদেশী মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা থানার ওসি এনায়েত হোসেন। তাকে মঙ্গলবার(২৯ অক্টোবর) বিকালে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি এনায়েত হোসেন আরও জানান, র‍্যাব বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা দায়ের করেছে।

ওই মামলায় জাকিরকে সম্রাটের ব্যবসায়ীক পার্টনার উল্লেখ করা হয়েছে।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে র‌্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছে। তবে সে সম্রাটের সহযোগী কি না তা নিশ্চিত করেনি পুলিশ।

সূত্র জানায়, জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন তার নানা শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়। এদিকে জাকিরকে আটকের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page