সর্বশেষঃ

বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদরাসায় জেডিসি ২০১৯ পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদরাসায় জেডিসি ২০১৯ সালের পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় মাদরাসার হলরুমে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল গনি মাস্টারের সভাপতিত্বে জেডিসি পরীক্ষার্থীদের পরীক্ষা হলে করনীয় ও বর্জনীয় বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পরীক্ষা বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক মোঃ সোহাগ, সহসুপার মোঃ সালেহ উদ্দিন, সুপার মোঃ মতিউল ইসলাম, সভাপতি আলহাজ্ব আবদুল গনি মাস্টার প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সহ-সুপার মাওলানা মোঃ সালেহ উদ্দিন। দোয়া মুনাজাত অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক তানিয়া বেগম, মোঃ আল এমরান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আবদুল মন্নান লিটন, মোঃ জাহিদুল ইসলাম, এবতেদায়ী প্রধান মোঃ আকতার হোসেন, ক্বারী আবু তাহের, আবদুল মালেক, ফরিদা ইয়াছমিন সুমি, হাসান শাহাজাদা প্রমূখ। দোয়া অনুষ্ঠানে সঞ্চলক ছিলেন মাওলানা মোঃ হেলাল উদ্দিন। এ বছর এই মাদরাসা থেকে ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page