গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিশুর মৃত্যু

রাজধানী ঢাকার মিরপুরের রুপনগরে মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর এক সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ওই আবাসিক এলাকার ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিন শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা রাসেল সিকদার বলেন, ‘বিকেলে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।’
ঘটনার প্রত্যক্ষদর্শী সাব্বির হোসেন বলেন, মিরপুরের রূপনগর ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার একটি ভ্যানে হঠাৎই বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা কয়েকজন শিশু ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতদের বয়স আনুমানিক ৮-১০ বছর।