সর্বশেষঃ

বোরহানউদ্দিনে গাছ রোপনের সময় স্বামী-স্ত্রীর উপর প্রতিপক্ষের হামলা,আহত-২

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর বাথান বাড়ী গ্রামের কাজী বাড়িতে সুপারির চারা রোপণের সময় স্বামী ও স্ত্রীর উপর হামলা করেছে প্রতিপক্ষ ইউসুফ কাজির দুই ছেলে এবং তার স্ত্রী ৷

মঙ্গলবার দুপুরে নিজ বাগানে সুপারির চারা রোপনের সময় এঘটনা ঘটে ৷ এতে আনোয়ার হোসেন (৪৫) এবং তার স্ত্রী শাহনূর বেগম ( ৪০) আহত হন ৷
আহত আনোয়ার হোসেন জানান, ওই দিন দুপুরে আমি এবং আমার স্ত্রী আমাদের ঘরের পেছনের বাগানে সুপারির চারা রোপন করছিলাম ৷ এসময় পেছন থেকে লাঠিসোটা নিয়ে আমাদের বাড়ীর ইউছুফ কাজির দুই ছেলে রাছেল (২৫), রাশেদ এবং তার স্ত্রী শাহনূর (৪৫) আমার স্ত্রী এবং আমার উপর হামলা চালায় ৷ এবং রোপনকৃত ১৭টি সুপারি গাছ উপরে ফেলে দেয় ৷ হামলায় আমি এবং আমার স্ত্রী দুজন আহত হই ৷ আমার স্ত্রীকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করি ৷
তিনি আরো জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে আমাদের উপর তারা হামলা করে ৷ তবে যে জমি নিয়ে তারা আমাদের উপর হামলা চালায় তা স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশের মাধ্যমে ১ বছর পূর্বে মিমাংসা করে দিয়েছিল ৷ কিন্তু তারপরেও আজ কেন গাছ লাগানোর সময় তারা আমাদের ওপর হামলা করল তা আমরা জানিনা ৷ কিছুদিন পর পর তারা আমাদের উপর এমন হামলা চালায় ৷ আমরা কোথায়ও এর বিচার পাইনা ৷
এ ব্যাপারে অভিযুক্ত ইউসুফ কাজির স্ত্রী শাহানুর বেগম বলেন, চারা লাগানোর সময় তাদের সাথে আমাদের হাতাহাতি হয়েছে কিন্তু মারধরের ঘটনা ঘটেনি ৷ আমি একটি চারা উঠিয়ে ফেলেছি ৷
এব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি মেম্বার জাহিদুল ইসলাম জামাল বলেন, আনোয়ার হোসেন এবং তার স্ত্রীর ওপর হামলার ঘটনার কথা আমি শুনেছি ৷ এর আগে ওই দুই গ্রুপ কয়েকবার ঝগড়া-বিবাদ করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা তা মিমাংসা করে দিয়েছিল ৷

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।