চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন
গোয়েন্দা সেজে ডাকাতি, গ্রেপ্তার ৮
গাজীপুরের টঙ্গী এলাকায় গোয়েন্দা সেজে (ডিবি) ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
গতকাল সোমবার দিবাগত রাতে র্যাবের টহল দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুরের টঙ্গী এলাকায় ডিবি পরিচয় দিয়ে ডাকাত সদস্যরা ডাকাতি করার চেষ্টা করেছিলেন। এ সময় সংবাদ পেয়ে র্যাব সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, অভিযানে ডাকাতদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ও ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা।