সর্বশেষঃ

গোয়েন্দা সেজে ডাকাতি, গ্রেপ্তার ৮

গাজীপুরের টঙ্গী এলাকায় গোয়েন্দা সেজে (ডিবি) ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

গতকাল সোমবার দিবাগত রাতে র‌্যাবের টহল দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরের টঙ্গী এলাকায় ডিবি পরিচয় দিয়ে ডাকাত সদস্যরা ডাকাতি করার চেষ্টা করেছিলেন। এ সময় সংবাদ পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, অভিযানে ডাকাতদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ও ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাবের এই কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page