সর্বশেষঃ

ভোলায় জাগোনারীর উদ্যােগে ক্ষুদ্র প্রকল্পের কাজ শুরু

দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ভোলা সদর উপজেলায় বাস্তবায়িত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যােগে ৪নং কাচিয়া, রাজাপুর ও ভেদুরিয়া ইউনিয়নে প্রথম পর্যায়ে ১৯টি ক্ষুদ্র প্রকল্পের কাজ শুরু করেন।

রবিবার থেকে এই ক্ষুদ্র প্রকল্পের কাজ শুরু করেন।
প্রকল্পের মধ্যে ৯ টি টিউবওয়েল এর ভিত্তি উচুকরণ, ৭টি রাস্তা পুননির্মাণ ও ৩টি টয়লেট সংস্কার করা হবে।
এই কাজগুলো বাস্তবায়ন করবেন এমদাদ হোসেন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বলে জানা গেছে।
এদিকে উদ্বোধন এর প্রথম পর্যায়ে কাচিয়া শাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক ও গভীর নলকূপ ভিত্তি উঁচুকরণ এর মাধ্যমে উদ্বোধন হয়।
এই সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বেলায়েত হোসেন, জাগোনারীর আইসিডিআরএম প্রকল্পের ব্যবস্থাপক হাবিবুর রহমান, টেকনিক্যাল অফিসার খালেদ সাইফুল্লাহ, ইউনিয়ন সমন্বয়কারী মর্জিনা মাহমুদাসহ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।