ভোলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
পুলিশ জনতা জনতাই পুলিশ এই স্লোগানে ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ৯ টায় ভোলার পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সিভিল সার্জন ডাক্তার রথীন্দ্রনাথ মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ,ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম, সদর থানার ওসি এনায়েত হোসেনসহ পুলিশের বিভিন্ন শ্রেণীর অফিসারগন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।