বোরহানউদ্দিনে মন্দির ভাংচুরের ঘটনায় মামলা

ফেসবুক পোস্ট নিয়ে ভোলার বোরহানউদ্দিনের ভাওয়াল বাড়ি মন্দিরে ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ৪-৫শ’ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় মন্দির কমিটির সভাপতি সত্যপ্রসাদ দাস অভিযোগ দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শরিফ।
ফেসবুক মেসেঞ্জারে বিপ্লব চন্দ্র শুভ নামে এক ছেলের একটি পোস্ট নিয়ে রোববার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় চারজন। ওই ঘটনা যখন চলছিল, তখনই হামলা হয় এই ভাওয়াল বাড়ি মন্দিরে।
ভাওয়াল বাড়ি স্থানীয়দের কাছে দিনে দিনে বাউল বাড়ি নামে পরিচিতি পেয়েছে। অচ্যুতানন্দ ব্রহ্মচারীর অনুসারীরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মুক্তিযুদ্ধের পরপর। হিন্দুদের কাছে অচ্যুতানন্দের ডাক নাম অনুসারে ‘অনিল বাবাজী’র মন্দির নামেই পরিচিত এটি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।