সর্বশেষঃ

মান ধরে রাখতে না পারলে এমপিও থাকবে না : প্রধানমন্ত্রী

এমপিও নীতিমালা অনুযায়ী মান বা যোগ্যতা ধরে রাখতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেউ যদি মনে করেন এমপিওভুক্ত হয়ে গেছেন এখনতো বেতন পাবেনই, তাদের উদ্দেশ্যে বলতে চাই; নীতিমালা অনুযায়ী মান বা যোগ্যতা ধরে রাখতে না পারলে প্রতিষ্ঠানগুলোর এমপিও স্থগিত করা হবে। দীর্ঘ ৯ বছর পর বুধবার (২৩ অক্টোবর) ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। ঘোষণার পর নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও নীতিমালা অনুযায়ী মান ও যোগ্যতা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো। এমপিও নীতিমালা অনুযায়ী যোগ্য বিবেচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হয়েছে। তবে, শিক্ষকদের এমপিও নীতিমালার নির্দেশনাগুলো মেনে চলতে হবে। নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের মান ধরে রাখতে হবে।
শিক্ষাখাতে সর্বোচ্চ সরকার বরাদ্দ দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার ছেলে মেয়ে গড়তে শিক্ষকদের আহ্বান জানাচ্ছি, কারণ আপনারাই জাতি গড়ার কারিগরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশকে ক্ষুধা, দারিদ্র্য মুক্ত করে সমৃদ্ধ জাতি গড়তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতে শিক্ষার গুরুত্ব কমে যায়।
শেখ হাসিনা আরও বলেন, শিক্ষাখাতের দূর্নীতি রোধ করে একটি নীতিমালার মধ্য দিয়ে যাচাই-বাছাই করে মানসম্মত তালিকা প্রকাশ করা হয়েছে। এই নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন অনিয়ম করলে তালিকা থেকে বাদও পরবেন তাই সততার সাথে কাজ করতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।