ভোলায় সর্বদলীয় ঐক্য পরিষদের দোয়া মাহফিলের অনুমতি নামঞ্জুর

আগামী কাল শুক্রবার (২৫ অক্টোবর) সকল প্রকার সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভোলা জেলা প্রশাসন। ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক আদেশে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে অনুমতি চাওয়ার দরখাস্তটি না মঞ্জুর করেছেন।
বোরহানউদ্দিনের ঘটনায় নিহতদের স্বরণে দোয়া মাহফিলের জন্য এই অনুমতি চেয়েছিলেন সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ
উল্লেখ্য, গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে জেলার আইন-শৃঙ্খলার স্বার্থে সকল প্রকার সভা সমাবেশ এর উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।