সর্বশেষঃ

ভোলায় সতর্ক অবস্থানে প্রশাসন ॥ হলো না ঐক্য পরিষদের সভা

বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার প্রতিবাদ ও ৬ দফা দাবিতে ভোলায় পূর্ব ঘোষিত সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়নি। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে শহরের হাটখোলা মসজিদে সমাবেশ হওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত সভাস্থলে আসেনি কেউ। তবে আয়োজকরা বলছেন, পুলিশি বাধার মুখে তাদের সভা স্থগিত করা হয়েছে।
এদিকে সকাল থেকেই হাটখোলা মসজিদ চত্বরে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন ছিল। চারদিকে প্রশাসনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বিকেলে আরও বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। এরআগে সোমবার থেকেই পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করে জেলা প্রশাসন। যার ফলে জেলার কোথায় সমাবেশ কিংবা বিক্ষোভ মিছিল হয়নি।
সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান বলেন, পুলিশি বাধার কারণে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে পরবর্তি কর্মসূচি পালন করা হবে। এদিকে দুপুর শহরের কালিনাথ রায়ের বাজার এলাকা থেকে দু’জনকে আটক করা হয়। তবে তাদের কী কারণে বা কেন আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলেনি পুলিশ।
ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, কেউ অনুমতি ছাড়া সভা করতে পারবে বলে। পুরো জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।