ভোলায় পেকিন হাঁস পালন বিষয়ে সদস্যদের দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষণ

ভোলায় পেকিন হাঁস পালন বিষয়ে সদস্যদের দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর সহযোগীতায় “মৎস্য ও প্রাণিসম্পদ” ইউনিটের আওতায় ভোলা সদর-০১ শাখার মাদ্রাসা বাজারে পেকিন হাঁস পালন বিষয়ে সদস্যদের দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে পেকিন হাঁস এর গুণাগুণ সম্পর্কে সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ইন্দ্রজিৎ মন্ডল। এছাড়াও হাঁস পালন বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ যেমন-হাঁসের উৎপত্তি, পালন ব্যবস্থাপনা, বিভিন্ন রোগব্যাধি, প্রতিরোধ-ব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর সহকারী পরিচালক ডাঃ খলিলুর রহমান, ডাঃ মো রাশেদুল ইসলাম (লাইভস্টোক অফিসার), ডাঃ রঞ্জিত চন্দ্র দেবনাথসহ প্রমূখ। পরিশেষে হাঁস পালন প্রদর্শনী পরিদর্শন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।