চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় চাপাতি ও ইয়াবাসহ আটক -১
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের পাকার মাথা বাজার থেকে চাপাতি, ৫ পিস ইয়াবা ও একটি জিআর-৫ লাঠিসহ জাফর (২৫) নামে এক সন্ত্রাসী কে আটক করেছে পুলিশ।
বুধবার(২৩ অক্টোবর) দুপুরে ইলিশা পুলিশ ফাঁড়ির এ এস আই সুজন তাকে আটক করেন।
আটকৃত জাফর ইলিশা বাঘার হাওলা গ্রামের মোতাহার এর ছেলে।
ইলিশা ফাঁড়ির এ এস আই সুজন জানান, অচেনা একটি ফোন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলেন স্যার আপনি একটু পাকার মাথা সিকদার বাড়ীর দরজায় আসেন, এখানে একটি সমস্যা হয়েছে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ফোন দিলে আর রিসিভ করছেন না, সন্দেহভাজন আমি জাফর কে আটক করলে দেখি তার মোবাইলেই কল গিয়েছে এবং তার কোমর থেকে একটি ব্যাগ বের করলে দেখি তার মধ্যে একটি চাপাতি, ৫ পিস ইয়াবা ও একটি জিআর ৫ লাঠি।
স্থানীয়রা জানান, এই জাফর মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে অনেক আগ থেকেই জড়িত আর আজকে ধারণা হচ্ছে ইলিশা মাদক ব্যবসায়ীদের আতঙ সুজন দারগা কে আঘাত করার জন্য একটি মহল তাকে ভাড়া করেছেন।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।