ভোলা পুলিশ সুপার এর ফেসবুক আইডি হ্যাকড
এবার ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) জনাব সরকার মোহাম্মদ কায়সার এর ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পুলিশ সুপার ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন এসকল তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে যেকোনো সময় ভোলা পুলিশ সুপার এর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। এ ঘটনায় পুলিশ সুপার সকালে ভোলা সদর মডেল থানায় একটি জিডি করেছেন, যার নম্বর-৯৯৩ তারিখ- ২২/১০/১৯ ইং।
কে বা কারা আইডিটি হ্যাক করেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে আইডিটি উদ্ধারের চেষ্ট ও হ্যাকের বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি।