ভোলায় গরু চুরি করে পালানোর সময় তিন চোর আটক
ভোলা সদর উপজেলার পৌর ৩নং ওয়ার্ডের কালিবাড়ী রোডের এক বাসা থেকে গরু চুরি করে মাইক্রোবাসে করে নেওয়ার সময় তিন গরু চোর কে আটক করেছে ভোলা সদর থানার পুলিশ।
গতকাল রাতে কালিবাড়ী রোডের আমতলা থেকে পুলিশ তাদেরকে আটক করেছে বলে জানা গেছে।
গরুর মালিক ছালে আহমেদ সুজন বলেন, আজ ভোর রাতে পুলিশ আমাকে ফোন দিয়ে বলে আপনার গরু চুরি হয়েছে তখন আমি গোয়াল ঘরে গিয়ে দেখি আমার দুইটি গরু চুরি হয়ে গেছে।
ভোলা সদর মডেল থানার এস আই শহিদুল ইসলাম বলেন, আমরা রাতে ডিউটিরত অবস্থায় সন্দেহ ভাজন দেখে মাইক্রোবাসটি দাঁড় করিয়ে দেখি ভিতরে গরু পরে মনির, মেহেদী হাসান ও সাকিল কে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন গরুটি চুরি করে এনেছেন। তখন কোন বাড়ী থেকে চুরি করেছে সেই বাড়ীতে নিয়ে যায়।
এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত গরু ও মাইক্রোবাস থানায় রয়েছে।