সর্বশেষঃ

দৌলতখানে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়ারি আটক

ভোলার দৌলতখানে পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ । আজ শনিবার বিকালে তাদেরকে সৈয়দপুর ইউনিয়নের বেড়ি বাধের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার ওসি বজলার রহমানের নেতৃত্বে এস আই মেহিদি হাসান ও এস আই রিয়াজের সঙ্গীয় ফোর্সের সহয়াতায় তাদেরকে আটক করা হয় । তারা হলেন – মো: মোসলেউদ্দিন ওরফে মুসা (৩২) পিতা- মৃত গোলাম রহমান, মো: নাদিম (৩৫) পিতা- হানিফ মাষ্টার , মো: শাহজাহান (৪৫) পিতা- মো: রতন, আ: মান্নান (৫০) পিতা- মৃত জেবল হক মজুমদার, মো: সুমন (৩৫) পিতা- আ: মালেক -মো: রুবেল (২৫) পিতা- আবুল কালাম বেপারী, এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ টাকাসহ তাশ ও জব্দ করেন । দৌলতখান থানার অফিসার-ইন-চার্জ বজলার রহমান জানান আটককৃত ৬ জন জুয়ারিকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আটক করা হয়েছে। তাদেরকে মামলার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page