সর্বশেষঃ

হাত না থাকলেও পা দিয়েই স্বপ্ন জয়ের পথে গাইবান্ধার আয়েশা

গাইবান্ধার সাঘাটার আয়েশা আক্তার। জন্ম থেকেই প্রতিবন্ধী দুই হাত নেই তার। তারপরও হাল ছাড়েননি আয়েশা আক্তার। রাষ্ট্রবিজ্ঞানে এমএ পড়ছেন তিনি। লেখাপড়া করে হতে চান সফল একজন সফল মানুষ।

জন্ম থেকেই প্রতিবন্ধী গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব কচুয়ার আয়েশা আক্তার। নেই দুই হাত, তাতে কি? পা দিয়ে করছেন সব কাজ। অসচ্ছল পরিবারে আয়শা হাল ছাড়েননি জীবনের। সত বাধা পেরিয়ে চালিয়ে যাচ্ছেন লেখাপড়া।

অভাবের কারণে সার্কাসে কাজ করার সিদ্ধান্ত হলেও বাধা হয়ে দাড়ান তার মা। পরে পা দিয়েই স্বপ্ন জয়ের চেষ্টায় এগিয়ে যায় আয়শা। লেখাপড়া করে এসএসসি ও এইসএসসিতে পেয়েছে A+। প্রথম বিভাগ পেয়ে বিএ পাস করে এখন গাইবান্ধা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পড়ছেন আয়শা।

জীবন যুদ্ধে এখন অপেক্ষা একটি সরকারি চাকরির।। এদিকে আয়েশার এমন সাহসিকতায় অন্যরাও এগিয়ে যাবে এমনটাই মনে করেন জেলা সমাজ সেবা বিভাগের উপপিচালক।

২০১২ সালে সিঙ্গার-চ্যানেল আই সাহসিকতা পুরস্কার পান আয়শা আক্তার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।