সর্বশেষঃ

উদ্ধারে ফায়ারসার্ভিসের ডুবুরী দল

দৌলতখানে নদীর পানিতে ডুবে শিশু নিখোঁজ

ভোলার দৌলতখান উপজেলার রাধাপল্লভ চকিঘাট এলাকায় জুনায়েদ (৫ নামে )এক শিশু মেঘনা নদীর পানিতে ডুবে নিখোজ হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২-টায় এই ঘটনা ঘটে ।জুনায়েদ চরখলিফা ৯ নং ওয়ার্ড এর আমজাদের ছেলে।

দৌলতখান ফায়ারসার্ভিস এর কর্মী আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় ,গতকাল বৃহস্পতিবার বেলা ১২-টায় রাধাপল্লভ এলাকায় মেঘনার পাড়ে দুই চাচাত ভাই খেলাধুলা করছিলো হঠাৎ করে জুনায়েদ তার হাতের পাইভ নদিতে পরিষ্কার করতে গেলে নদীতে পরে যায়, এ সময় পানির ¯স্রোত বেশি থাকায় মুহূর্তেই হারিয়ে যায় ,

পরে সাথে থাকা ছোট চাচাত ভাই কান্নাকাটি করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে খুঁজাখুঁজি করে ব্যর্থ হলে দৌলতখান ফায়ারসার্ভিসকে সন্ধ্যা ৬ টায় ফোন দেয়।

খবর পেয়ে দৌলতখান ফায়ারসার্ভিস এর সদস্যরা মুহূর্তেই ঘটনা স্থল পরিদর্শন করে উদ্ধার কাজ চালিয়ে যায়।

তারা জানায় “ভোলায় ফায়ারসার্ভিস এর ডুবুরিদল না থাকায় বরিশাল থেকে ফায়ারসার্ভিস এর ডুবুরীদল এনে আজও উদ্ধার কাজ পরিচালনা করেন প্রায় ২ ঘন্টা খোজাখোজির পরও জুনায়েদকে পাওয়া যায়নি

,,তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত এখন ও শিশু জুনায়েদ নিখোজ রয়েছেন,,

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।