তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এবার পেঁয়াজের খুচরা বাজারে অভিযান, জরিমানা
পেঁয়াজের দামে লাগাম টানতে এবার খুচরা বাজারে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শুক্রবার সকালে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার ও চকবাজারের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জাগো নিউজকে বলেন, ব্যবসায়ীদের বার বার সতর্ক করার পরও ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করছে। এ অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
৪৮ টাকা কেজি দরে কেনা মিয়ানমারের পেঁয়াজ ৭৫ টাকা দরে বিক্রি করায় চাল ডাল ট্রেডার্সকে ২০ হাজার এবং ৬৫ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ ক্রয় করে ৯০ টাকা দরে বিক্রি করায় মেহরাজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।