সাতক্ষীরায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ
সাতক্ষীরার সদর উপজেলা সীমান্তে ভারত থেকে অবৈধ পথে ইয়াবা আনার সময় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় বিজিবি কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি। জব্দকৃত ইয়াবার মূল্য বাংলাদেশি টাকায় ৬০ লাখ টাকা।
আরও পড়ুন: মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু
বিজিবি জানায়, লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এরপর একটি শপিং ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জব্দকৃত ইয়াবার বাংলাদেশি মূল্য ৬০ লাখ টাকা।’