ভোলায় ইলিশ ধরার অপরাধে ৮ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে ৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড।

গত রাতে নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর এর সম্মিলিত অভিযানে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

পরে আটকৃত ৮ জনকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) কামাল হোসেন।

আটকৃত জেলেরা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

নৌ পুলিশের ওসি সুজন পাল জানান, অতীতের চেয়ে এই বারের অভিযান আরো সফল হবে এই জন্য তিনি গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page