সর্বশেষঃ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ঠেকাতে অ্যালকোহল ডিটেক্টর

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ঠেকাতে চট্টগ্রামের পটিয়া হাইওয়ে পুলিশ অ্যালকোহল ডিটেক্টর ডিভাইস নিয়ে অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার সকালে পরীক্ষামূলক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার বাদামতল ও ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, চীন থেকে আনা ডিভাইসটি কেউ মদপান করে গাড়ি চালালে তার শরীরে অ্যালকোহলের মাত্রা নির্ণয় করবে। এমনটি পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিভাইস নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় ট্রাকচালক জালাল উদ্দিন বলেন, ‘হাইওয়ে পুলিশ এমনিতেই কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি ও হয়রানি করে। এখন নতুন ডিভাইস ব্যবহারের নামে তারা আরও হয়রানি করবে।’

এ বিষয়ে ওসি বলেন, ‘হয়রানি বা কাউকে ভোগান্তির জন্য অ্যালকোহল ডিটেক্টর ব্যবহার করা হবে না। সড়ক দুর্ঘটনারোধ ও চালকদের সুরক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।