দুর্নীতির অভিযোগ পাওয়া কাউন্সিলররা মনোনয়ন পাবে না : কাদের

যেসব কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, তারা আগামীতে মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান।

এসব কাউন্সিলরকে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা তো ছাতার কথা বলছেন, ছাতা খোঁজা হচ্ছে। এ ব্যাপারে দুদককে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মাদক, সন্ত্রাস, ক্যাসিনো, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধান্দাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অভিযান চলতে থাকবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিতর্কিতদের বাদ দিয়ে নেতা বানানো হচ্ছে এবং হবে।’

ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে বিতর্কিত ব্যক্তিরা যাতে কমিটিতে না আসতে পারে, সে ব্যাপারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page