সর্বশেষঃ

শিশুর লিঙ্গ কেটে নৃশংস হত্যা, এ কেমন নিষ্ঠুরতা

সুনামগঞ্জে ৫ বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে খুন করেছে অজ্ঞাত ব্যাক্তিরা। তুহিন দিরাই উপজেলার রাজানগর ইউপির কেজাউরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে।

স্থানীয় সাংবাদিক ইমরান হোসেন জানান, আমার খালাতো ভাইয়ের শিশু ছেলে তুহিনকে (৫) হত্যা করেছে পাষন্ড হত্যাকারীরা। তার কান ও লিঙ্গ কেটে নিয়েছে। লাশটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখেছে। তাকে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি তার পেটে আটকে দিয়েছে।

এই ঘটনার পর থেকে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। তারা বলছেন, মানুষ কতটা নির্মম হলে এভাবে একটা মানুষকে মারতে পারে?

পুলিশ জানায়, সোমবার ভোরে পরিবারে অগচরে শিশুটিকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করছে। কে বা কারা এই হত্যা কান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। পরিবার থেকেও কোন অভিযোগ এখনো আসে নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এই হত্যা কান্ডের বিষয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।