সর্বশেষঃ

পা হারানো রাসেলকে ৪০ লাখ টাকা দেয়ার আদেশ স্থগিত

গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের বাকি ৪০ লাখ টাকা দেয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গ্রিন লাইন পরিবহনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে গ্রিন লাইনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, রাসেলকে ক্ষতিপূরণের বাকি ৪০ লাখ টাকা দেয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। মূল মামলাটি শুনানি করতে বলেছেন আদালত।

হাইকোর্টের আদেশে ইতিমধ্যে ৫০ লাখ টাকার মধ্যে দুই কিস্তিতে ১০ লাখ টাকা রাসেলকে দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

এর আগে গত ২৫ জুন প্রতি মাসে ৫ লাখ টাকা করে বাকি ৪০ লাখ টাকা গ্রিন লাইন কর্তৃপক্ষকে দিতে বলা হয়। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

এর আগে গত ৩১ মার্চ গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

রাসেলের আইনজীবী বলেছিলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথাকাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এ ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হলে গত বছরের ১৪ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন।

এরপর হাইকোর্ট রুলের শুনানি নিয়ে ভিন্ন একটি বেঞ্চ রাসেলকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।