সর্বশেষঃ

জাপানে শক্তিশালী টাইফুন: দুর্গতদের উদ্ধারে নেমেছে সেনাবহিনী

জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে লন্ডভন্ড রাজধানী ও এর আশপাশ এলাকা। বিগত ৬০ বছরের মধ্যে ভূমিকম্পপ্রবণ দেশটিতে এতো শক্তিশালী টাইফুন আর হয়নি।

প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে ভুমিধস ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাপান টাইমস। এ ছাড়া আরও ১৬ জন নিখোঁজ রয়েছেন।

দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীকে রোববার থেকে নামানো হয়েছে। সেনা সদস্যসহ ২৭ হাজার উদ্ধারকর্মী কাজ করছে।

শুক্রবার গভীর রাত থেকে টাইফুন হাগিবিসের তাণ্ডব শুরু হয়। রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিধসের খবর পাওয়া গেছে।

শক্তিশালী টাইফুনের প্রভাবে দুই লাখ ৭০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ইতিমধ্যে টাইফুনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের প্রভাবে স্থবির হয়ে যায় রাজধানী টোকিও।

আবহাওয়াবিদরা বলছেন, বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এ টাইফুন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অধিকাংশ দোকানপাট, যানবাহন ও কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

টাইফুনের কারণে জাপানে অনুষ্ঠিতব্য বাগবি ওয়ার্ল্ডকাপ ও ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টোকিওর পূর্বাঞ্চলীয় শহর চিবা ও কাওয়াসাকিতে টাইফুনটি সবচেয়ে বেশি ধ্বংসলীলা চালিয়েছে। সেখানকার ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।