সর্বশেষঃ

দৌলতখানে প্রধানমন্ত্রীর উপহার নৌ-এ্যাম্বুলেন্স পড়ে আছে অযত্নে-অবহেলায়

ছবি দৈনিক ভোলার বাণী

ভোলার দৌলতখানে অযত্নে আর অবহেলায় পরে আছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নৌ- এ্যাম্বুলেন্স । দৌলতখান উপজেলার চরাঞ্চলবাসীর জরুরি স্বাস্থ্যসেবার জন্য এ নৌ এ্যাম্বুলেন্সটি দেওয়া হলেও তা অচল হয়ে পড়ে
আছে দৌলতখানে মেঘনা নদীর পাড়ে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন নষ্ট হওয়ার পথে –

এ ছাড়া নৌ-এ্যাম্বুলেন্সটির সামনের দুটি গ্লাস ভেঙ্গে থাকা অবস্থায় দেখা যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুল এমপি মহোদয়ের অনুরোধে উপহার হিসেবে দৌলতখান হাসপাতালে একটি নৌ এ্যাম্বুলেন্স দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার মধনপুর হাজিপুর ইউনিয়নসহ চরাঞ্চলের মানুষের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গত বছর এ নৌ এ্যাম্বুলেন্সটি দেন প্রধানমন্ত্রী। এরপর (৭নভেম্বর) এই নৌ এ্যাম্বুলেন্সেটির চাবি হস্তান্তর করেন ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলী আযম মুকুল এমপি দৌলতখ্ান হাসপাতালের ্কর্মকর্তাদের কাছে। নৌ এ্যাম্বুলেন্সেটির – উদ্বোধন করা হলে আনন্দের
কমতি ছিল না এখানকার মানুষের মধ্যে। কিন্তু অযত্নে আর অবহেলায় পরে আছে গত ১২ মাস ধরে নৌ-এ্যাম্বুলেন্সটি দৌলতখান থানা সংলগ্ন মেঘনানদীর পাড়ে। নৌ -এ্যাম্বুলেন্সটির অকেজো পড়ে থাকার বিষয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এ বিষয়ে আমাদের কিছু করার নেই। চালক ও জ্বালানির ব্যবস্থা না হলে এটার কোন কাজ নেই

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।