ভোলায় নৌ পুলিশের অভিযানে ৩ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ভোলায় ৩ জেলেকে আটক করেন ইলিশা নৌ-পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) ভোররাতে মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোঃ ছোটন (১৯), মোঃ রাজিব (১৮) ও মোঃ পারভেজ হোসেন (১৩)। তারা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনা ডুগীগ্রামের বাসিন্দা।
ইলিশা নৌ-পুলিশের ইনচার্জ সুজন পাল জানান, মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হলে। আদালত দুই জনকে এক বছর করে কারাদণ্ড ও একজন কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।