চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জেলেদের জালে ধরা পড়ল ৭ ফুট দীর্ঘ অজগর
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে ৭ ফুটের দীর্ঘ একটি অজগর সাপ। অজগরটির ওজন ১৫ কেজি।
শুক্রবার সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগজ এলাকায় ভারতের সীমান্তসংলগ্ন করতোয়া নদী থেকে সাপটি উদ্ধার করেন পাথর শ্রমিকরা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই এলাকার আসাদ আলী নামের এক পাথর শ্রমিক নদীতে মাছ ধরতে গেলে ধারে সাপটিকে দেখতে পান।
তিনি জানান, সাপটি সে সময় পালানোর চেষ্টা করলে শেলক জাহিরুলসহ এটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সাপ ধরার খবরটি মুহূর্তে কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে।
সাপটিকে দেখতে দলে দলে মানুষ ছুটে আসে। স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ ও বনবিভাগের লোকজন এসে সাপটিকে সংরক্ষণের দায়িত্ব নেয়।
এ বিষয়ে বনবিভাগের পঞ্চগড় নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, উদ্ধারকৃত সাপটি অজগরে বাচ্চা। বয়স আনুমানিক আড়াই-তিন মাস। ওজন প্রায় ১৫ কেজি ও লম্বা প্রায় ৭ ফিট। সাপটিকে সংরক্ষণ করা হবে।