চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অনশন করছেন এক তরুণী (২০)। গত বুধবার দুপুর থেকে তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামে প্রেমিকের বাড়িতে অনশনে রয়েছেন তিনি।

ওই প্রেমিকের নাম আবু হাসেম (২২)। আর অনশনে থাকা তরুণীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

স্থানীয়রা জানান, বিয়ের দাবিতে গত বুধবার দুপুর থেকে আমরণ অনশন করছেন ওই তরুণী।

ভুক্তভোগী ওই তরুণীর দাবি, আবু হাসেমের সঙ্গে প্রায় ১ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় বিয়ের প্রলোভন দেখিয়ে আবু হাসেম তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সম্প্রতি বিয়ের কথা বললে হাসেম তাকে বিয়ে না করে নানারকম তালবাহানা করতে থাকে। এ জন্য কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন তিনি। তবে হাসেম তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ওই তরুণী।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ সদরের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ‘গ্রাম্য প্রধানদের নিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। কিন্তু থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।