আবরার হত্যায় ৫ দিনের রিমান্ডে মাজেদুল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় মাজেদুল ইসলাম নামের এক আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার মাজেদুল ইসলামের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিম নিভানা খায়ের জেসির আদালতে তোলা হয়। শুনানি শেষে মাজেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে আবরার হত্যার অপর আসামি অনীক সরকার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ঢাকা মহানগর মুখ্য হাকিম আতিকুল ইসলামের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানা গেছে। জবানবন্দি গ্রহণ শেষে তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল শুক্রবার মাজেদুল ইসলামকে সিলেটের শাহ কিরন এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। মাজেদুল আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি।
আর অনীক সরকার গ্রেপ্তার হন গত ৭ অক্টোবর। তার সঙ্গে বুয়েট ছাত্রলীগের আরও আট নেতা গ্রেপ্তার হন।
উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে আবরারকে গত রোববার রাতে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয়। ওইদিন রাত ৩টার দিকে শেরে বাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির করিডোর থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।