স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড অর্জন করায়
জাকির হোসেন মহিন কে সংবর্ধনা দিলো ভোলার ৮০ দশকের সাংবাদিক প্রজন্ম
স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ৮০ দশকের সাংবাদিক জাকির মহিন কে সংবর্ধনা দিয়েছেন ৮০ দশকের সাংবাদিক প্রজন্ম ভোলা। শুক্রবার সন্ধ্যায় ভোলা জেলা পরিষদের সভা কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকছুদুর রহমান জাকির হোসেন মহিন কে ভোলার বাণীর পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জাকির মহিন কে প্রধান অতিথি আবদুল মমিন টুলু ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে ভোলার সুনাম অর্জনকারী গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের এই সফলতার দিক তুলে ধরেন বক্তারা।
দৈনিক দক্ষিণ প্রান্ত পত্রিকার সম্পাদক এডভোকেট নজরুল হক অনু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, মনপুরা সরকারী সরকারী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, ৮০ দশকের সাংবাদিক মোকাম্মেল হক মিলন, নিয়াজ মোর্শেদ জুলফিকার, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকছুদুর রহমান, জাকির হোসেন মহিন এর সহধর্মিণী এডভোকেট বিথী ইসলাম, সাংবাদিক আবদুল্লাহ জুয়েল, আবদুল মালেক, নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিদা বেগমসহ সাংবাদিক, রাজনীতিবিদ ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।