সর্বশেষঃ

সিন্ডিকেটের কারণে পেঁয়াজের তীব্র সংকট ভোলার বাজারে

ভোলার জেলা প্রশাসনের সাথে পাঙ্গা নেয়া কে এই রফিক? কোথায় পেলেন তিনি এত ক্ষমতা? তার পিছনে কাজ করে কোন গড-ফাদার ? এ বিষয়টি জানতে চায় ভোলাবাসী। ভোলায় বাজারে পেঁয়াজের রপ্তানী বন্ধ করে দিয়েছেন সমিতির সভাপতি মোঃ রফিক। জেলা প্রশাসনের অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি এমনটা করেছেন বলে ভোলার খুচরা বিক্রেতারা জানিয়েছেন।
এদিকে গত দু’দিন ধরে ভোলার বাজারে পেঁয়াজ না পেয়ে ক্রেতারা বিপাকে পরেছে। পেঁয়াজের মজুদ করে খালপাড়ের গুদামে রেখে দাম বাড়ানোর অপরাধে রফিককে ভোলার নির্বাহী ম্যজিস্ট্রেট এর মাধ্যমে জরিমানা করার কারণেই এমনটা করেছেন বলে জানিয়েছেন পেঁয়াজ বাজারের ব্যাবসায়ীরা।
মঙ্গলবার বরিশাল থেকে আসা পেঁয়াজ ভর্তি জাহাজ ভোলা থেকে ফিরিয়ে দিয়ে বাজারে সংকট সৃষ্টি করে জেলা প্রশাসনকে দেখিয়ে দেয়ার হুমকি দিয়েছেন সভাপতি রফিক মিয়া। করেছেনও তাই। তার এ কর্মকান্ডোর কারণে ভোলার বাজারে এখন পেঁয়াজের তিব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে ভোলার বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ভোলার সাধারণ জনগণ পেঁয়াজের বাজার সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বিক্রির মুল হোতা রফিকের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।