তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দৌলতখানে ইয়াবা সহ চোরের সম্রাট আবু তাহের আটক
ভোলার দৌলতখানে ৪ পিচ ইয়াবা সহ আবু তাহের নামে এক চোরের সম্রাটকে আটক করেছে পুলিশ । আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে দৌলতখান পৌরসভা ১ নং ওয়ার্ড থেকে দৌলতখান থানার অফিসার ইন-চার্জ বজলার রহমানের নেতৃত্বে এস আই গোলাম আযম সংগীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের বিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । আটক কৃত আবু তাহের দৌলতখান পৌরসভা ১ নং ওয়ার্ডের বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে । স্থানীয়রা জানান আটককৃত আবু তাহের দৌলতখানে দীর্ঘদিন ধরে মানুষের বাসায় চুরি করে আসছে আটক না হয়ায় সে আরো বেপরোয়া হয়ে উঠেছে । এ বিষয় দৌলতখান থানার (উপপরিদর্শক) এস আই গোলাম আযম জানান মাদক বিরোধী অভিযান চালিয়ে দৌলতখান পৌরসভা ১ নং ওয়ার্ড থেকে ৪ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয় তার বিরুদ্ধে মাদক দ্রুব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে