ভোলায় ইলিশ শিকারের দায়ে ৫ জেলে আটক

ভোলার মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের দায়ে ৫ জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ।অভিযানের প্রথম দিনেই নৌ পুলিশের ওসি সুজন পাল ও উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান এর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ মাছ শিকার করার সময় এই ৫ জেলে কে আটক করা হয় বলে জানা গেছে।আটকৃতরা ইলিশা ও রাজাপুরের বাসিন্দা।

আটকের পর উপজেলা নির্বাহী অফিসার আটককৃত সকলকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষার জন্য সারা দেশে ৯ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।