ভোলায় প্রতিবন্ধিদের সংগঠন সূচনা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলার প্রতিবন্ধিদের সংগঠন সূচনার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর বাপ্তা ভোটের ঘর এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্নুসহ সংস্থার কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা প্রতিবন্ধিদের অধিকার রক্ষায় সকলের সহযোগীতা নিয়ে কাজ করার অভিমত প্রকাশ করেন।