জামালপুরে পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩১ বস্তা চাল জব্দ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাচারের সময় ডিলারের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩১ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বালাভরট মোড় এলাকার বিক্রয়কেন্দ্র থেকে ওই চাল জব্দ করা হয়।

জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আমিনুল ইসলাম জুয়েলের বালাভরট মোড় এলাকার বিক্রয়কেন্দ্র থেকে সেপ্টেম্বর মাসে বরাদ্দের চাল পাচার হচ্ছিল।

খবর পেয়ে, পুলিশ সেখানে উপস্থিত হয়ে একটি ট্রলিবোঝাই চালের বস্তা দেখতে পায়। এ সময় জুয়েলের গুদামে ঢুকে খাদ্যবান্ধব কর্মসূচির চালের আরও ১০ বস্তা ও পাচারের উদ্দেশ্যে সরকারি বস্তা পাল্টিয়ে সাধারণ বস্তায় ভরা ৩৯ বস্তা চালসহ মোট ১৩১ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় মাদারগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল।
সূত্র যুগান্তর

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।