আবরার হত্যার প্রতিবাদে ভোলায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

ফাহাদ হত্যা বিচারের দাবিতে ভোল সদর রোডের কে জাহান মার্কেটের সামনে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখা। বুধবার দুপুর ১২টার দিকে ইশা ছাত্র আন্দোলন ভোলা জেলা (উত্তর) এর সভাপতি মু. সাইফুল ইসলামের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ভোলা জেলা সহ-সভাপতি মাও: মিজানুর রহমান, তাজউদ্দিন ফারুকি, যুগ্ম সম্পাদক মাও: তরিকুল ইসলাম, লেখক, প্রকাশক ও ইসলামী গবেষক মাও: এম ওবায়েদ বিন মোস্তফা, ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক আবুল হাসেম, ছাত্রবিষয়ক সম্পাদক মো: ফিরোজ, আবু রায়হান প্রমুখ। এসময় বক্তরা বলেন, বুয়েটের মত শিক্ষা প্রতিষ্ঠানে এ রকম বর্বর ঘটনা মেনে নেওয়া যায় না। যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page