আবরার ফাহাদ হত্যা বিচারের দাবিতে ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মানববন্ধন

বুয়েটের মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বুধবার সকাল ১১টা ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
ভোলা ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান সোলায়মান মামুনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শতকাত হোসেন, উপদেষ্টা তরিকুল ইসলাম কায়েদ, সদস্য জাকির হোসেন সবুজ, অর্থ সম্পাদক নুরনবী হাওলাদার মনির, ভাইস চেয়ারম্যন শেখ ফরিদ, নবীর হাসান, মো: হারুন, আবদুল গনি, মো: মুন্না প্রমুখ।
এসময় বক্তরা এই হত্যার সাথে জরিতদের অন্যতম অমিত শাহাকে মামলার এজাহারভুক্তকরন, সাধারন শিক্ষার্থিদের নিরাপত্তা নিশ্চিত, মামলাটি পরিচালনার জন্য স্পেশাল ট্রাইবুনাল গঠনসহ প্রশাসনের কাছে ৬টি দাবি উপস্থাপন করেন।