চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন
লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের কার্য নির্বাহি কমিটির যৌথ সভা অনুষ্ঠিত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে ভোলার লালমোহনে লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের কার্য নির্বাহি কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে । ৮ অক্টোবর ২০১৯ সকাল ১১ টায় লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন- লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি ১১৭ ভোলা-৩। এসময় উপস্তিত ছিলেন কার্যনির্বাহীর সকল সদস্যরা। সভাপতি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার জন্য সারা দেশের মত লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সকল সদস্যকে প্রস্তুত থাকার জন্য বলেন।