সর্বশেষঃ

খালেদার মুক্তি দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

নিউমার্কেট থানা ছাত্রদলের নেতা চঞ্চল জাগো নিউজে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে ধানমন্ডি মিরপুর রোডে আমরা বিক্ষোভ মিছিল করেছি।

ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ খালিদ হাসান জ্যাকির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিউমার্কেট থানা ছাত্রদলের মো. সুমন, সোহেল রানা, রিয়াজুল হাসান রাসেল, নাঈমূল ইসলাম, নাঈম হোসেন, কলাবাগান থানা ছাত্রদলের সাব্বির আহমেদ, রাসেদ হোসেন, ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেতু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান রানা, আরিফুল ইসলাম রাসেল, হাজারীবাগ থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. মামুন, মো. সেলিম, নিউ মডেল কলেজ ছাত্রদলের অমর শীল বাঁধন প্রমুখ অংশ নেন।
সূত্র যুগান্তর

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।