সর্বশেষঃ

আবরার হত্যাকারীদের ব্যাকগ্রাউন্ড যাই হোক সাজা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীরা যে দলেরই হোক না কেন; তারা যে পরিবেশ থেকেই আসুক না কেন; তাদের ব্যাকগ্রাউন্ড যতই ভালো হোক না কেন তাদের আইনের আওতায় এনে সঠিক সাজা দেয়া হবে।

মঙ্গলবার জয়নগর-বিষ্ণাউড়ি দারুসুন্নাহ দাখিল মাদরাসা মাঠে গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির সময় বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া ছিল আইনের ওপরে আর আইন ছিল তাদের টেবিলের তলায়। বিএনপির অতীত হচ্ছে দুর্গন্ধের অতীত, তাদের অতীত অপরাধের ও অভিশাপের। তাদের মুখে উল্টাপাল্টা বুলি মানায় না।

স্থানীয় গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. মো. আবদুল কাদির ভূঁইয়ার সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।